ভারতীয়দের সাকিব বন্দনা

27

থামছেন না সাকিব আল হাসান। থামাতে পারছেন না তাকে প্রতিপক্ষরা। কী ব্যাট, কী বল— ২২ গজে আপনমনে রাঙিয়ে চলেছেন তিনি। ক্যারিয়ারে বসন্ত চলা এই অলরাউন্ডারের দ্যুতি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বের অলিগলিতে। তার প্রশংসায় মেতেছেন বিশ্বের সব ক্রিকেটপ্রেমী, আর সেটা এমনকি সামনের ম্যাচের প্রতিপক্ষ ভারতের ক্রিকেটভক্তরাও।
ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে তিনি পেয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের কোটি ভক্তের সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও মেতেছেন সাকিব বন্দনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঝরছে সাকিবকে নিয়ে প্রশংসার বৃষ্টি। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কাছে বিশ্বকাপের ‘রাজা’ এখন বাংলাদেশের সাকিব। তার টুইটটা এমন, ‘২০১৯ বিশ্বকাপ দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। অনন্য কীর্তি।’
ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আয়াজ মেননের কাছে সাকিব হলেন ‘হিরো নাম্বার ওয়ান’।
সাকিবের প্রশংসার তালিকায় মেয়ে ভক্তও আছেন। শ্বেতা হরিণী নামের একজন লিখেছেন, ‘দুর্দান্তভাবে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। প্রথমে ব্যাট হাতে, আর এখন বোলিংয়ে। তাকে এবারের বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বললে এতটুকুও বাড়িয়ে বলা হবে না।’