ভারতকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে হাসান আলি

31

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে এক ভারতীয় সাংবাদিক টুইট করেছিলেন। আর সেই টুইটে পাকিস্তান পেসার হাসান আলি রিটুইট করে তোপের মুখে পড়েছেন। শেষ অবধি নেটিজেনদের সমালোচনায় টিকতে না পেরে সেই টুইট ডিলিট করে দিয়েছেন হাসান আলি। তাতেও থেমে নেই পাকিস্তানি এই পেসারের সমালোচনা। ভারত-পাকিস্তান ম্যাচের পর ভারতীয় এক সাংবাদিক টুইটে লেখেন, ‘দারুণ জয় ও আমাদের উপভোগ করার মতো সুন্দর মুহূর্ত উপহার দেওয়ায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন। ভারতীয় হিসেবে আমরা গর্বিত। ভারতীয় দল এবার বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিয়ে এসো।’ সেখানে পাকিস্তানি পেসার হাসান আলি প্রত্যুত্তরে লেখেন, ‘আপনার আশা সম্পূর্ণ হোক, অভিনন্দন।’ এরপরই শুরু হয় হাসান আলিকে নিয়ে সমালোচনা। পরে সেই টুইট মুছে ফেললেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। দেশে-বিদেশে প্রবল সমালোচনার মধ্যেই ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে রোষের মুখে পড়েন তিনি।
ভারতের বিপক্ষে এক বাজে রেকর্ডও গড়েছেন হাসান আলি। ওই ম্যাচে রোহিত শর্মার উইকেট তুলে নিলেও ৮৪ রান খরচ করেন তিনি। যা কোনো বিশ্বকাপের আসরে কোনো পাকিস্তানি বোলারের সর্বোচ্চ রান খরচের বাজে রেকর্ড।