ভাবনা যতো

38

হলুদিয়া রঙটা পাখির গান ধরে রোজ সকালবেলা
চিরল চিরল রোদের ঝিলিক গাঙের জলে ঢেউয়ের খেলা
উথালপাথাল দোল খেয়ে যায় সবুজ হাওয়া ঘাসের বনে
গানের পাখি বাঁধল বাসা মনের সুখে বাঁশের বনে।

সকাল গিয়ে দুপুর গড়ায় সূর্য মাথায় হলে উপুড়
বাঁশবাগানে রিনিকঝিনিক ঝিঁঝিঁ পোকার বাজল নূপুর
রাখালিয়া বাঁশির সুরে আবেশ জড়ায় মন উদাসিন
সাদা মেঘের পাহাড় ভাসে নীল আকাশে আজ সারাদিন।

চুমকি ঝরা বিকেল শেষে আঁধার ঘনায় ধীরে ধীরে
কিচিরমিচির সাঁঝের বেলা পাখিরা যায় নীড়ে ফিরে
পক্ষীরা কী আমার মতো স্বপ্নচারী ছন্নছাড়া!
বইছে মনে ভাবনা যত মনটা কেমন বাঁধনহারা।