ভাটিয়ারীতে ৩০ শয্যার করোনা আইসোলেশনে চিকিৎসাসেবা শুরু

30

করোনা আইসোলেশন সেন্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু করেছে ভাটিয়ারীস্থ ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। গত রবিবার ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের তৃতীয় ফ্লোরে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুন্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি। এ সংকট বিবেচনা করে সীতাকুন্ডবাসী মানুষের সুচিকিৎসা প্রদানের লক্ষে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে স্থানীয় এমপির সার্বিক সহোযোগিতায় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দীন ও আলহাজ কামাল উদ্দিন সাহেবের ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার করা হয়েছে। উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬ জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, আলহাজ মীর কামাল উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, সমাজসেবক জসিম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন, অহিদুল আলম সালাউদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন বাবলু, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আলতাফ মাহমুদ, রানা, রাকিন, জাফর চৌধুরী, রিমন হোসেন বক্কর, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ তুষার, এন ইসলাম নুর প্রমুখ। এ সময় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, করোনা মোকাবেলায় সীতাকুন্ডবাসীকে সচেতনতার সহিত কাজ করতে হবে। সীতাকুন্ডে করোনা আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে। তাই সীতাকুন্ডবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাতে করোনা আমাদের আক্রমণ করতে না পারে। ৩০ বেডের আইসোলেশান সেন্টারটি পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নিত করা হবে। চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এ সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এই আইসোলেশন সেন্টারে শুধু ভাটিয়ারিবাসির চিকিৎসা সেবা হবে না,পুরো সীতাকুন্ড উপজেলা তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রোগীদের চিকিৎসা সেবা দিতে হবে।