ভাগ্য খুলল না রুবেলের মুম্বাইয়ে ক্যারিবীয় পেসার

22

মুম্বাই ইন্ডিয়ান্সে দেখা দিয়েছে পেসার সংকট। হঠাৎ করেই লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা জানিয়ে দেন, ঘরোয়া লিগে খেলতে হবে বলে আইপিএলে এবার থাকছেন না। পরে বোর্ডের পক্ষ থেকে অনুমতি পেলেও সব ম্যাচে খেলার সুযোগ মিলছে না তার।
এদিকে প্রথম ম্যাচেই কাঁধের চোটে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস আক্রমণের অন্যতম ভরসা জাসপ্রিত বুমরাহ। চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেও। সবমিলিয়ে বেশ বড় ঝামেলাতেই মুম্বাই শিবির। এরই মাঝে খবর বেরিয়েছিল, অ্যাডাম মিলনের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের দিকে চোখ রাখছে রোহিত শর্মার দল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজেরি জোসেফকেই বেছে নিলো। ওয়েস্ট ইন্ডিজের ২২ বছর বয়সী পেসার ৯ টেস্ট আর ১৬ ওয়ানডের অভিজ্ঞতা নিয়েই ঢুকে গেলেন বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি আসরে।