ভাইরাসের মতো হেলমেট ও ঢাল নিয়ে রাস্তায় পুলিশ

94

মানুষকে সচেতন করতে করোনা ভাইরাস থিমযুক্ত হেলমেট ও ঢাল নিয়ে রাস্তায় টহল দিচ্ছে ভারতীয় পুলিশ। লকডাউনের সময়ে মানুষকে বাড়ির বাইরে আসা থেকে বিরত করতে এ উদ্যোগ নেওয়া হয়। এই হেলমেট ও ঢাল নিয়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সতর্ক করছে পুলিশ। ভারতের পশ্চিমাঞ্চলীয় সুরত নগরীতে এমনটি দেখা যায়।
এর আগে চেন্নাইয়ে ‘করোনা হেলমেট’ মাথায় পড়ে রাস্তায় এক পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। চেন্নাই পুলিশের কর্মকর্তা গৌতম জানান, করোনা ভাইরাসের মতো দেখতে এই হেলমেট বানিয়েছে স্থানীয় এক শিল্পী। খবর বার্তাসংস্থার
পুলিশের আরেক কর্মকর্তা রাজেশ বাবু জানান, এই হেলমেট এ জন্য পরি যাতে পথচারীরা করোনা ভাইরাসের ঝুঁকির বিষয়ে সচেতন হতে পারে। বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব বেশি পড়ে। তারা হেলমেট বাড়ি নিয়ে যেতে চায়।