ভর্তি পরীক্ষা উপলক্ষে চবি প্রশাসনের মতবিনিময়

33

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সুসম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব-৭, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং রেল কর্তৃপক্ষ যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর স্থানীয় একটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।
প্রফেসর ড. শিরীণ আখতার তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) চবির আসন্ন ভর্তি পরীক্ষার গৃহীত কার্যক্রম সম্পর্কে বিশ^বিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মপরিকল্পনার বিশদ বিবরণ তুলে ধরেন। ভর্তি পরীক্ষার বিস্তারিত কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন চবি সহকারী প্রক্টর মো. রেজাউল করিম। সভায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম জামাল উদ্দিন আহমদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন, সহকারী প্রক্টরবৃন্দ, জিআরপি পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সিএমপি (ট্রাফিক উত্তর) পুলিশ সুপার নাজমুল হাসান, সিএমপি এসি (পাঁচলাইশ) জনাব দেবদূত মজুমদার, এসপি সিটি এসবি (সিএমপি) জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পুলিশ সুপার এর পক্ষে ডিআইও ১ জনাব মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম, ডিডি ডিজিএফআই মো. মাহবুবুর রহমান, ওসি চকবাজার থানা জনাব মো. নিজাম উদ্দিন, ওসি হাটহাজারী মডেল থানা বেলাল উদ্দিন জাহাঙ্গীর, টিআই নর্থ ডিভিশন ও হাটহাজারী জনাব শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সহকারী পরিচালক এনএসআই বি এম শাহরিয়ার মাজিদ, এসআই ডিজিএফআই মো. মুস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী পিডিবি হাটহাজারী মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ে সিনিয়র সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে মো. ওমর ফারুক, উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস আলী আকবর ও সৌম্য তালুকদার বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি