ভবনের অবৈধ অংশ ভাঙলো সিডিএ

45

পাঁচলাইশ থানার রহমত নগর হিলভিউ আবাসিকের জনৈক আবু জাফর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে ৬শ স্কয়ার ফুট ভবন করার অনুমতি নেন। দ্বিতল ভবনটি অবৈধভাবে বাড়িয়ে তিনি ৯শ স্কয়ার ফুট করেন। অবশেষে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ভবনটির অবৈধ অংশ ভেঙে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ইমারত নির্মাণ আইন ভঙ্গের অভিযোগে ভবনটির বর্ধিতাংশ ভেঙে দেয় সিডিএ।
অভিযানের নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। অভিযানে অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৪ সাল থেকে ভবনটির বিরুদ্ধে ইমারত আইন ভঙ্গ করার একাধিক অভিযোগ আসে সিডিএতে। সিডিএ ওই ভবনের মালিককে একাধিকবার নোটিশও দিয়েছে। তিনি আদালতের দ্বারস্থ হয়ে নানাভাবে সময় নিচ্ছিলেন। সর্বশেষ গত ২৫ জুন মনোয়ারা বেগম নামে প্রতিবেশী এক নারী অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ভবন মালিক আবু জাফরের বিরুদ্ধে সিডিএ’র বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেন। বিবাদীর বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ৪৪ ধারায় অভিযোগ আনা হয়। বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিডিএ’র অথরাইজড বিভাগকে নির্দেশ দেন। তদন্তে অবৈধভাবে তিনশ ফুট ভবন বর্ধিত করার প্রমাণ পায় অথরাইজড বিভাগ। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলতে আদালতে আবেদন করেন।
সিডিএ’র অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসান বলেন, অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ এনে আবু জাফরের বিরুদ্ধে তার প্রতিবেশী এক নারী অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলতে আদালতে আবেদন করেন। সে অনুযায়ী অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে।