ভক্তদের জন্যই বিশ্বকাপে গেইল

23

ক্রিস গেইলের ওয়ানডে ক্যারিয়ার শেষই ধরে নেওয়া হয়েছিল। ২০১৫ বিশ্বকাপের পর প্রায় আড়াই বছর ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন তিনি। তবে ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ের ঠিক আগমুহূর্তে ওয়ানডেতে ফিরে শুরু করেন ‘দ্বিতীয় অধ্যায়’। আর এখন আছেন ইংল্যান্ডের বিশ্বকাপে নামার অপেক্ষায়। লম্বা বিরতির পর আবারও জাতীয় দলে ফেরাটা সম্ভব হয়েছে তার ভক্তদের কারণেই।
২০১৭ সালের সেপ্টেম্বরে গেইল ফেরেন ক্যারিবিয়ানদের ওয়ানডে দলে, ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের আগমুহূর্তে। জিম্বাবুয়েতে হওয়া বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মূল পর্ব নিশ্চিত করে এই ওপেনার কাটিয়েছেন স্বপ্নের মতো এক বছর। সেটা চলতি বছরে আরও উঁচুতে নিয়ে গেছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। বছরের শুরুর দিকে ইংলিশদের বিপক্ষে খেলা চার ওয়ানডেতে দুটো সেঞ্চুরির সঙ্গে গেইলের আছে দুটো হাফসেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে গেইল ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে নামার অপেক্ষায়। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে অভিষেকের পর তিনি খেলেছেন সব বিশ্বকাপে। তবে এবারের আসরটি খেলা হচ্ছে তার ভক্তদের কারণে। ভারতীয় বার্তা সংস্থা ‘পিটিআই’কে তেমনটাই জানিয়েছেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ৩০ মাস বাইরে থাকা, এরপর ফিরে এসে আরেকটি বিশ্বকাপে সুযোগ পাওয়া— মাঝের এই জার্নিটা ভক্তদের জন্যই সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গেইল। তার ভাষায়, “সত্যি বলছি (আমি এটা করেছি) ভক্তদের জন্য, মোটেও মিথ্যা বলছি না। কয়েক বছর আগেও মনে হয়েছে যথেষ্ট হয়েছে আমার। তখনই ভক্তরা এসে আমাকে বলেছিল ‘যেও না’। তারাই আসলে আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।”