বড় বিনিয়োগ নিয়ে আসছে আদানি-উইলমার

55

বাংলাদেশে যৌথ বিনিয়োগ নিয়ে আসছে ভারত ও সিঙ্গাপুরের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপ ও উইলমার গ্রুপ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি ইজারা পেতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সোমবার একটি চুক্তি সই করেছে এই দুই কোম্পানি।
এ শিল্পনগরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকায় (৪০ কোটি ডলার) ১১টি কারখানা স্থাপন করা হবে। আদানি-উইলমার যৌথ উদ্যোগের পক্ষে ইজারা চুক্তিতে সই করেন বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ। বেজার পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, গত বছর মার্চে প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরের সময় সেখানকার ব্যবসায়ীদের নিয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশে শিল্পকারখানা প্রতিষ্ঠার জন্য জমির চাহিদার কথা জানায় উইলমার গ্রুপ। মূলত সেখান থেকেই তাদেরকে জমি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রধানমন্ত্রীর নির্দেশে।-