ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমির শুভসূচনা

24

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগ গতকাল দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ১৪৭ রানের বিশাল ব্যবধানে ইস্পাহানী ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে।
এ লীগের উদ্বোধন করেন এবং পরে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ-পুুলিশ কমিশনার (দক্ষিণ) এস. এম মেহেদী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক, প্রয়াত রাফির পিতা ওসমান গনি মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার এস. এম মোস্তাক আহমেদ খান (ট্রাফিক) শ্যামল কুমার নাথ (ক্রাইম অপারেশন), সহ-সভাপতি বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (উত্তর), সংস্থার যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, আশিষ ভদ্র, ইবাদুল হক লুলু, সংস্থার নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তৈয়বুর রহমান, মমতাজুল হক রুক্কু, সেকান্দর কবির, আরিফ হোসেন এসি (ফোর্স) সি.এম.পি, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন আহমেদ, আলী তারেক পারভেজ, ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহমেদ, যুগ্ম-সম্পাদক শাকিল আবেদিন চৌধুরী, আব্দুল গফুর পন্টি এবং উপস্থিত ছিলেন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী (কাউন্টার টেররিজম ইউনিট), এস. এম. মোস্তাইন হোসাইন উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর), মোখলেছুর রহমান উপ-পুলিশ কমিশনার. (সরবরাহ), মোহাম্মদ শহীদুল্লা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক. উত্তর) ক্রিকেট কমিটির সদস্য আধ্যাপক যাহেদুর রহমান জাহেদ, আব্দুল্লা আল মামুন, নাসির মিয়া, নওশেদ আলম চৌধুরী, মাহাবুবুল আলম মুকুল, সাইফুল্লা মানসুর, ইয়াছিন আরাফাত, আদিল কবির প্রমুখ।