ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা আর্জেন্টিনার

16

গত কোপা আমেরিকায় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। মেসির দল সেই আসরে তৃতীয় হয়েছিল। এবার সেই ব্রাজিলকেই কোপা আমেরিকায় হারিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা। প্যারাগুয়েতে বসা অনূর্ধ্ব-২০ বিচ কোপা আমেরিকার শিরোপা জিতেছে মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আলবেসিলেস্তেরা।
দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রত্যক্ষ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এবারের বয়সভিত্তিক বিচ কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার ৯টি দেশ এবারের আসরে অংশ নিয়েছিল। গত ৮ ডিসেম্বর মূল আসর শুরু হয়। এবারের আসরে তৃতীয় হয়েছে স্বাগতিক প্যারাগুয়ে আর চতুর্থ হয়েছে পেরু।