ব্যাট হাতে রেকর্ড ‘অধিনায়ক’ উইলিয়ামসনের

28

বিশ্বকাপে অনেক রথী-মহারথী ব্যাটসম্যানই হয়েছেন দলের অধিনায়ক। তবে তাদের সবাইকে ছাড়িয়ে এবারের বিশ্বকাপে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে যৌথভাবে এক রেকর্ডের মালিক হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি যৌথভাবে এখন তার দখলে। ২০০৭ সালের বিশ্বকাপে সে সময়ে শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ১১ ইনিংসে করেন ৫৪৮ রান। এতদিন সেটিই ছিলো এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন এখন পর্যন্ত ৮ ইনিংসে করেছেন ৫৪৮ রান করে নাম লিখিয়েছেন তার পাশে। জয়বার্ধনের চেয়ে তিন ইনিংস কম খেলেই তার পাশে নাম উঠিয়েছেন কিউই অধিনায়ক। নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছায় তার সামনে সুযোগ থাকছে জয়বার্ধনেকে ছাড়িয়ে যাওয়ারও।
এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৭ সালের বিশ্বকাপেই ১১ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে তিনি করেন ৫৩৯ রান। সেবার তার নেতৃত্বে বিশ্বকাপের চ্যাম্পিয়নও হয় অসিরা।