বোয়ালখালী ইসলামী ছাত্রসেনার বিজয় দিবসের আলোচনা সভা

41

ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা গত ০৪-১২-২০২০ ইং রোজ জুমাবার সকাল ১০ টায় উপজেলাস্থ দর্লীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মো.শহিদুল্লাহ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম আকিব।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স. ম. হামেদ হোসাইন। উদ্বোধক ছিলেন পৌরসভা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক ইলিয়াছ সিকদার। বিশেষ অতিথি উপজেলা ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওহিদুল আলম নক্সবন্দি, পৌরসভার ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. নুরুল আজম সওদাগর, উপজেলা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খ. ম মোজাম্মেল হক কাদেরী হানাফী।প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মাওলানা আইয়ুব কাদেরী।প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. তৌহিদ মুরাদ সুমন। বিশেষ প্রশিক্ষক ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ইসমাঈল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সোনার বাংলা পেয়েছি, এই স্বাধীনতা রক্ষায় আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, নাস্তিক্যবাদির বিভিন্ন প্ররোচনায় যেন সরকার কোরআন-সুন্নাহ বিরোধী কোনো ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকে এবং সমাজে মাদক, ধর্ষণ, ইভটিজিং, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়া এবং এ বিষয়গুলো যেন সমাজে প্রতিষ্ঠা না পায় ইসলামী ছাত্রসেনার বীর সৈনিকদের এই বিষয়ে সজাগ থাকতে বলেন। প্রকৃত সোনার বাংলা গড়ে তুলতে ছাত্র সমাজকে ভ‚মিকা রাখতে হবে।ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. তৌহিদ মুরাদ সুমন।গত পরিষদের বিদায়ী সভাপতিকে বর্তমান পরিষদ থেকে সম্মাননা স্বারক দেওয়া হয়।সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফ্রন্টের সহ-সাংগঠনিক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইদ্রীছ সওঃ, সেনার দক্ষিণ জেলার সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক, সদ্য বিদায়ী সভাপতি মো.গিয়াস উদ্দিন, মোহাম্মদ আবু তৈয়ব রুকন ও মোহাম্মদ মাসুদ রানা। চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. তারেক হাসান প্রান্ত।স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মো.শওকত হোসাইন ও সচিব মো.ইব্রাহিম।এতে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মো. মহরম আলী, ইঞ্জিনিয়ার আবদুল মুহিত, সহ-সাংগঠনিক নুর হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শাকিল, দপ্তর সম্পাদক আবদুল আল গণি, সহ-প্রচার সম্পাদক সাকিব, আবদুল আহাদ নোমান, আকরাম হোসেন, মোঃ মানিক, মিজান, সাজ্জাদ, জাবের হোসেন, ইমরান হোসেন রানা, মোঃ জাহেদ, আল জাবেদ তানভীর, মাহমুদুল হক সালেক,তারেকুর রহমান, ইব্রাহীম খলিল, রুবেল, কামাল হোসেন, আকবর হোসেন, আবু তারেক, তায়েফ হোসেন, হৃদয়, আরমান, সাকিব, রফিক, মুমিন, সাজ্জাদ, কামাল হোসেন, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন, তৈয়ব বিন শাহাজাহান, এনামুক হক সাগর, রবিউল প্রমুখ। বিজ্ঞপ্তি