বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা

178

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় সংগীত প্রতিযোগিতা বোয়ালখালী উপজেলায় কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। শিক্ষক শুভাশীষ নাথের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রভাষক রাশেদা খানম, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনশ্রী বিশ্বাস, মিজানুর, রাজিয়া সুলতানা, চম্পা দত্ত, সুমিত্রা রক্ষিত,জসীম উদ্দিন তালুকদার, লিপি রানী বনিক, মৌমিতা মজুমদার, পূজা চৌধুরী, রূপম চৌধুরী, প্রকাশ দাশ, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী, প্রদীপ দাশ, লিপি রানী শীল সহ স্কুল, কলেজ এবং মাদ্রাসা পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। সভার উদ্ভোধক বলেন জাতীয় সংগীত জানা আমাদের সকল শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। এটা আমাদের জাতীয় সম্পদ। শুদ্ধ ও সঠিক জাতীয় সংগীত চর্চা করার চেষ্টা করতে হবে। সকল শিক্ষার্থী ও শিক্ষককে জাতীয় সংগীত জানা অতিব জরুরী। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বাঙালী কৃষ্টি, সংস্কৃতি জানা আমাদের চেতনাগত দায়িত্ব এবং কর্তব্য। বিজ্ঞপ্তি