বোয়ালখালীতে শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির মহোৎসব সম্পন্ন

59

বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব গত ১৪ মার্চ ভোর রাতে সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচির মধ্যে ছিল-শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও দুপুর-রাতে প্রসাদ বিতরন। অনুষ্ঠানের প্রথম দিন ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীমদ্ভগবদগীতা ও চন্ডী পাঠ করেন পটিয়ার হাবিলাসদ্বীপের শ্রী জ্যোতিহরিহর বৈকুন্ঠ গীতা যোগাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ। সন্ধ্যা ৭টায় একক সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই’র সেরা কন্ঠ শিল্পী অনন্যা আচার্য্য। এর আগে বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ। রাত ৯টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস পরিচালনা করেন শ্রীমৎ স্বামী লক্ষী নারায়ন কৃপানন্দপুরী মহারাজ। এছাড়া তিন দিন ব্যাপী মহোৎসবে প্রতিদিন নামসুধা বিতরণে ছিলেন-শ্রীশ্রী জগদানন্দ সেবা সংঘ (গোপালগঞ্জ), জয়রাম সম্প্রদায় (ব্রাহ্মণবাড়িয়া), শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), মা আনন্দময়ী সম্প্রদায় (ফরিদপুর) ও রাই বিনোদিনী সম্প্রদায় (গোপালগঞ্জ)। শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কিরণ কুমার ভঞ্জ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরীসহ পরিষদের সকল কর্মকর্তা-সদস্যদের আন্তরিকতায় ও হাজার হাজার ভক্তবৃন্দের পদচারনায় মহোৎসব মহা উৎসবে পরিণত হয়। বিজ্ঞপ্তি