বোয়ালখালীতে শ্রীকৃষ্ণের রাস মহোৎসবের ধর্মসম্মেলন

56

স্থানীয় সরকারের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী বলেছেন, ধর্ম মানুষের মধ্যে মানবিকতার উন্মেষ ঘটায়। মানবসেবার মধ্যে ধর্মের প্রকৃত অর্থ নিহিত। রাসলীলা আত্মা-পরমাত্মার তথা সৃষ্টির সাথে স্রষ্টার মিলনের শিক্ষা দেয়। তিনি গত ১০ নভেম্বর বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা শ্রী রাসবিহারী ধামে ভগবান শ্রীকৃষ্ণের রাস মহোৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাস মহোৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। আশীর্বাদক ছিলেন শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস। উৎসব কমিটির কার্যকরি সভাপতি জনার্দ্দন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জাইকা কনসালটেন্ট প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন রাস উৎসব উদ্যাপন পরিষদের সাধারনণ সম্পাদক প্রকৌশলী ছোটন চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চৌধুরী। উপস্থিত ছিলেন সীতাকুন্ড স্লাইন কমিটির সাধারণ সম্পাদক এড. চন্দন দাশ। উৎসব পরিষদের ২য় সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিহির কিরন চৌধুরী, তপন চৌধুরী, ডালিম চৌধুরী, বাবলা চৌধুরী, অ্যাডভোকেট ছোটন বসু, সুবীর কান্তি দাশ প্রমুখ। এছাড়া অন্য কর্মসূচির মধ্যে ছিল শ্রীবিগ্রহের অভিষেক, বিনামূল্যে ডেন্টাল মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা, স্থায়ী রাসচক্র, রাসবিহারী পূজা, সত্য নারায়ণ পূজা, কৃষ্ণলীলা প্রর্দশনী ও ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র নামসংকীর্ত্তনের উদ্বোধন, দুপুর ও রাতে মহাপ্রসাদ আস্বাদন। বিজ্ঞপ্তি