বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজ শেষ

18

বোয়ালখালীতে দ্বার উন্মোচনের অপেক্ষায় রয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আওতাধীন নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ঠিকাদারী প্রতিষ্ঠান ইতোমধ্যে কমপ্লেক্সের কাজ শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে এ কমপ্লেক্সের ফিতা কেটে দ্বার উন্মোচনের দিনক্ষণ ঠিক করা হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। তিনি জানান, আগামী ২৭ ফেব্রূয়ারি এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুল আহসান জানান, ২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ৬১০ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতাধীন এ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজটি করে ঠিকাদারী প্রতিষ্ঠান কাশেম কনস্ট্রাকশন।
তিনি বলেন, ৫ শতক জায়গার ওপর নির্মিত পাঁচতলা ভিত্তির ৩ তলা বিশিষ্ট এ কমপ্লেক্স ভবনের সম্মুখে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, প্রথম ও দ্বিতীয় তলায় ১২টি দোকানঘর, ৩য় তলায় হলরুম, অফিস কক্ষ, লাইব্রেরি ও মিউজিয়াম।