বোয়ালখালীতে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা

73

শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩১তম শুভ জন্মতিথি উপলক্ষে বোয়ালখালী থানার পূর্ব শাকপুরা হোরারবাগ শ্রী রক্ষা কালীবাড়ী প্রাঙ্গণে হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) চান্দগাঁও থানা শাখার পরিচালনায় গত ৫ এপ্রিল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিএইচএমএ চান্দগাঁও শাখার সভাপতি ডা. সাগর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন থানা শাখার উপদেষ্টা প্রণবরাজ বড়ুয়া। চিকিৎসাসেবা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস কে দেব সজল, কবি ডা. উদয় শংকর রায়, ডা. আকরামুল ইসলাম, ডা. শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামল, ডা. এম এ ফজল। প্রধান অতিথির বক্তব্যে ডা. করিম বলেন, হোমিও চিকিৎসা সেবা হচ্ছে গ্রামীণ জনপদের প্রকৃত সেবক। বিশেষ করে গর্ভবতী মা বোনদের গর্ভকালীন সময়ে স্বল্পমূল্যে ও স্বল্প সময়ে হোমিও চিকিৎসকরা যে সেবা প্রদান করে থাকে তা প্রশংসার দাবি রাখে। চিকিৎসা সেবায় মোট ১১৩ জন বিভিন্ন রোগীকে পরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি