বোয়ালখালীতে পূর্বাশার আলোর উদ্যোগে গাছের চারা বিতরণ

56

আসুন গাছ লাগায়, দেশকে সবুজে সাজায় স্লোগানকে ধারণ করে আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত ৩ জুন চট্টগ্রাম দরবার শরীফে গাছের চারা উপহার দেওয়া হয়। চারাগুলো গ্রহণ করেন রাহে ভান্ডার সিলসিলার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
এসময় তিনি পূর্বাশার আলো সংগঠনের এ ধরনের কর্মসূচির প্রশংসা করে জানান, একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক।সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, সরকারসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ সবুজ বৃক্ষরোপণ ও শাক সবজি বীজ এবং চারা বিতরণের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেল হিসেবে তুলে ধরতে চায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছৈয়দ মশিউর রহমান রাহাত, সৈয়দ আরমান, মো. মিজান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি