বোয়ালখালীতে আইন শৃঙ্খলা কমিটির সভা

10

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, মাদক সমাজের ব্যধি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাদক, ইয়াবা চুরি ডাকাতি বন্ধে সঠিক পদক্ষেপে কোনো অনৈতিক সুপারিশ কেউ করলে তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। গত ৩০ সেপ্টেম্বর সকালে বোয়ালখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন সাধারণের কাছে তুলে ধরতে হবে। মানুষের কল্যাণে যেকোনো সিদ্ধান্তে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ব্যর্থ হওয়ার সুযোগ নাই।
হাওলা কানুনগোপাড়া সড়কের কাজ দ্রুত শেষ করতে হবে। এ সড়কে উপজেলা সদরে, আরাকান সড়কের শাকপুরা চৌমুহনিতে যানজট হয় এমন স্থাপনা ও গাড়ির স্ট্যান্ড সরিয়ে নিতে হবে। ফুটপাতে ভ্রাম্যমান কেনাবেচা করতে দেয়া যাবে না। উপজেলা কোর্ট বিল্ডিংয়ের জায়গা দখলমুক্ত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ওসি মো. আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহমদ খানসহ ইউপি চেয়ারম্যান, পৌর কমিশনার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এদিন সাংসদ মোছলেম উদ্দীন আহমদ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষণ হল রুমের শুভ উদ্বোধন করেন।