বোধন আবৃত্তি স্কুলে নবীনবরণ

3

 

বোধন আবৃত্তি স্কুলের ৫৭তম আবর্তনের নবীনবরণ ২১ জানুয়ারি সকাল ১০টায় মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নাট্যজন জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোধনের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী শিমুল নন্দী। বক্তব্য দেন বোধনের সাবেক সভাপতি সুজিত রায় ও বর্তমান সভাপতি আবদুল হালিম দোভাষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। অতিথিরা বলেন, বর্তমানে আবৃত্তিশিল্পে শিশু-কিশোর, তরুণদের আগ্রহ লক্ষ্যনীয়। শিক্ষার্থীদের নিরবচ্ছিন্নভাবে চর্চা করতে হবে। সমাজে শিল্প ও সংস্কৃতির চর্চা যত বৃদ্ধি পাবে, তত আমাদের যুবসমাজ নেতিবাচক কর্মকাÐ থেকে নিজেদের দূরে রাখবে।
বোধন আবৃত্তি স্কুল আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণের পাশাপাশি ভালো মানুষ হবার শিক্ষা দেয়, দেশপ্রেমের শিক্ষা দেয়। পৃথুলা চৌধুরী ও ঋতুপর্ণা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী যশস্বী বনিক, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, বাপ্পী বাড়ৈ, আনমোল চৌধুরী, আরিকা আমান, সৌম্য সরকার এবং প্রনিধি মজুমদার। বোধনের শিশু বিভাগের পরিবেশনায় আবৃত্তিশিল্পী সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘সম্প্রীতির বাংলাদেশ’ পরিবেশিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডভোকেট প্রণব মজুমদার, সংগীতশিল্পী প্রিয়াংকা দে, অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, উর্মি চৌধুরী, তুর্ণা দাম, তারমিন পুষ্পা, সন্দীপন সেন একা, অনিমেষ পালিত, সেতার রুদ্র ঈশিতা প্রমুখ। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন আবৃত্তিশিল্পী অধ্যক্ষ পারভেজ চৌধুরী। বিজ্ঞপ্তি