বোধন আবৃত্তি পরিষদের ‘অজর অমর অক্ষয়’

40

৩৪ বছরে পদার্পণ করেছে বোধন আবৃত্তি পরিষদ। বাংলা ভাষার উচ্চারণের শুদ্ধতার বিকাশ ঘটানোর প্রত্যয়ে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি জন্ম হয়েছিল এ সংগঠনের। সৃষ্টিকাল থেকেই বোধন দায়বদ্ধ শিল্পের প্রতি। সহস্র বাধার মুখেও আঁধার ভেঙে বোধন ছুটেছে আলোর পথে। এই যাত্রা এখনো নিয়মিতভাবে নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে আবৃত্তিচর্চায়।
বোধনের প্রথম অনুষ্ঠান ‘অজর অমর অক্ষয়’ শিরোনামের একই উপলব্ধিতে এবারের আয়োজন অনুষ্ঠিত হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া আয়োজন আবৃত্তি, সংগীত, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও কথামালায় প্রাণবন্ত হয়ে উঠে মিলনায়তন। আরো ছিলো তবলা, ঢোল, ড্রাম রোল ও ড্রামকিটে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পÐিত সুদর্শন দাশের একক পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরি সেন গুপ্তা, করবি দাশ, মিতালী দাশ, সাইফুল ইসলাম সাইফ।
উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড.অনুপম সেন, কবি এজাজ ইউসুফী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন, জাহিদ হোসেন, দেওয়ান মাকসুদ, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. চন্দন দাশ, নাট্যজন ম সাইফুল ইসলাম, সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি জিল্লুর রাহমান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিনাকী দাশ, দেবাশীষ রায়, সাথী দাশ, সেলিনা আক্তার খানম, পীযূষ বিশ্বাস, সঞ্জীব বড়ুয়া, সজল চৌধুরী, রবিন ঘোষ, লিলি বড়ুয়া, কবি আশীষ সেন, কবি রিমঝিম আহমেদ, আলাউদ্দিন খোকন, সুশান্ত পাল, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহের, অংগন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি অধ্যাপক রহমান নাসির উদ্দিন, তারুণ্যের উচ্ছ¡াসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক অনির্বান চৌধুরী, দৃষ্টি ও স্বপ্নতরীর বনকুসুম বড়ুয়া, আবৃত্তি আলয় বৈখরীর ঐশী পাল, ত্রয়ী চৌধুরী, ডা. সুমন কর, সঞ্জীব বড়ুয়া, বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য সুজিত রায়, বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ, সহ সভাপতি এডভোকেট নারায়ণ বিশ্বাস, প্রবীর পাল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। বিজ্ঞপ্তিবোধন আবৃত্তি পরিষদের
‘অজর অমর অক্ষয়’