বোধনের ‘তেত্রিশ বছর কাটলো’

44

গত ৯ জানুয়ারি বাংলাদেশের পুরোধা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাদিন। এ উপলক্ষে তেত্রিশ বছর কাটলো শিরোনামে গত সাত জানুয়ারি থেকে তিনদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শেষদিন আরো প্রাণময় হয়ে উঠলো গান-কবিতা-কথায়। নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল সাড়ে পাঁচটায় বোধনের নতুন-পুরাতন সদস্যরা আসতে শুরু করেন। এসময় বোধনের সদস্য ছাড়াও শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি শিল্পকলার প্রাঙ্গণে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে। মুখরিত এ রূপ পুরো এ আয়োজনকে করেছে প্রাণবন্ত। সমাবেশে বক্তারা বলেন, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম জলপাই রঙের শাসকগোষ্ঠীর চোখ রাঙানো উপেক্ষা করে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। মানুষের ভেতর শুভ শক্তির বিকাশ ও ন্যায়-অন্যায় সংগ্রামে আপোষহীন ভাবনায় মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র পথচলা শুরু। তারই ধারাবাহিকতার ব্যাপ্তি প্রত্যন্তে আরো ছড়িয়ে দেওয়ার মানসে ১৯৯৩ সালের আট অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম। সেসময় এ স্কুলের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ কালের পরম্পরায় দেশের প্রথম আবৃত্তি স্কুল হিসেবে এখনো পথিকৃত ও অনন্য মাইলফলকে স্বমহিমায় এগিয়ে চলেছে। এরই মধ্যে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সমৃদ্ধির ঝুলিতে যোগ হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক মেধার সমন্বয়ে প্রশংসনীয় প্রযোজনা। তবে সেই সাথে অমসৃণ ও কন্টার্কীণ পথ মাড়িয়ে বোধন এখন তেত্রিশ বছর অতিক্রান্ত করছে। যেখানে আজো অসংখ্য কর্মী ও শুভানুধ্যায়ীর সম্মিলনে আবৃত্তির ইতিহাসে রয়েছে সুদৃঢ় অবস্থান। আজকের এ অবস্থানের রূপকার বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ মৃণাল সরকার ও রণজিৎ রক্ষিত। এ পর্যায়ে একযুগেরও বেশী সময় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামর সভাপতি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা রণজিৎ রক্ষিত। তাঁরই হাত ধরে বোধন আজ সর্বমহলে প্রশংসিত একটি নাম। সময়ের বিবর্তনে বোধন এখন একান্নবর্তী পরিবারের ন্যায় সংস্কৃতি পরিমন্ডলে বেশ সমাদৃত। যেখানে স্বতঃস্ফূর্ত ও আন্তরিকতাপূর্ণ মঞ্চে অগণিত কর্মীর প্রেরণায় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ১৯৯৬ সালে শিশুউৎসব, ২০০২ সালে ১৫ বছর পূর্তি উৎসব, ২০০৫ সালে চারদিনব্যাপী আঠারো বছর পূর্তি উৎসব, ২০০৮ সালে ঢাকায় ২১ বছর পূর্তি উৎসব, ২০১১ সালে রবিঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উৎসব, ২০১২ সালে দ্বিজেন্দ্রলাল রায় সার্ধশততম জন্মবর্ষ উৎসব, ২০১২ সালে রজতজয়ন্তী এবং ২০০৯ সালে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম এর ১৬ বছরপূর্তি উৎসব উদযাপন করেছে। কথামালার শুরুতে বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ সম্পাদক আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ারর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ। এতে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মিলি চৌধুরী, সুমন বিশ্বাস একক আবৃত্তিতে কবিতায় প্রাণ ছুঁয়ে যায়। এছাড়া বোধনের আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার, সুবর্ণা চৌধুরী ও গৌতম চৌধুরী কবিতার একক আবৃত্তির পংক্তির মেলবন্ধনে পরম্পরায় ঋদ্ধতা এনে দেয়। বিজ্ঞপ্তি