বৈলতলীতে সড়ক দখল করে নিয়েছে স’মিলের গাছের গুঁড়ি

22

চন্দনাইশ উপজেলার বৈলতলী শঙ্খ নদীর পাড় সড়কের জায়গা দখল করে স’মিলের গাছের গুঁড়ি রাখায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেটের দক্ষিণ পাশে শঙ্খ নদীর পাড় ঘেঁষে প্রবাহিত সড়কটির একটি অংশে পাশ্ববর্তী স’মিলের মালিক গাছের গুঁড়ি রেখে সড়কটি দখল করে নেয়। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল করা দুরের কথা সাধারণ মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। অথচ এ সড়ক দিয়ে দক্ষিণ বৈলতলীর চর পাড়া, দ্বীপ পাড়া, হিন্দু পাড়া, বড়–য়া পাড়া, নাথ পাড়া, মির্জা বাঙালি বাড়ির কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন। তাছাড়া এসব এলাকার শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, দিনমজুর, ক্ষেতখামারের কৃষকরাসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। কিন্তু স’মিলের মালিক প্রভাবশালী হওয়ায় সড়ক দখল করে গাছের গুঁড়ি রাখলেও কেউ যেন বলার সাহস পায় না। স্থানীয় চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল বলেছেন, সড়ক দখল করে গাছের গুঁড়ি রাখা অপরাধ। যারা রেখেছেন তাদেরকে সরিয়ে নেয়ার জন্য স্থানীয়রা বলার পরও না সরানোর কারণে চলাচল ব্যাহত হচ্ছে।