বৈলতলীতে সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরে ধর্মসভা

39

চন্দনাইশ বৈলতলীতে সার্বজনীন সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরের উদ্যোগে ৩২তম ষোড়শপ্রহরব্যাপী মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা গত ১৮ ফেব্রূয়ারি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উৎসব কমিটির সভাপতি শ্যামল দাশ টুন্টুর সভাপতিত্বে ধর্মসভায় উদ্বোধক ছিলেন বাকলিয়া শ্রীকৃষ্ণ মন্দিরের সহ-সম্পাদক স্বপন বিশ্বাস। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন উৎসব উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ভবতোষ দাশ। প্রধান অতিথি ছিলেন শঙ্কর মঠ ও মিশন গীতা প্রচার সংঘ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীল। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশগুপ্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাশ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী, হৃসুক বার্তা সম্পাদক মাভৈ. তারানাথ চক্রবর্তী, টেকনিক্যাল এসিসটেন্ট কেশব দাশ, বৈলতলী ইউপি চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, সমাজসেবক শেখর পোদ্দার, ইলিয়াছ চৌধুরী, জলসন ধর (নয়ন), শ্যামল দাশ বুলবুল, রিপাল কান্তি দাশ, ডেবিট কান্তি দাশ, দীপন চৌধুরী, অরুন দাশ, উত্তম সুশীল, নান্টু মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি