বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের বেকারত্বের সমস্যা দূর করবে

68

জেনে বুঝে বিদেশ যায় অর্থ সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামরে সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ আরো অনেকে উপস্থিত। এদিকে সেমিনারের প্রধান অতিথি বলেন, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের বেকারত্বের সমস্যা দূর করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বৈধ পথে বিদেশ গমনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পন্থা না জানার কারণে অনেকে যাত্রাপথে বিপদগ্রস্ত হয়। এবং অভিবাসন প্রক্রিয়া থাকে সম্পূর্ণ ত্রæটিপূর্ণ এতে করে কর্মীদের পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। পার্বত্য মন্ত্রী বলেন, বৈধ পথে বিদেশ গমনে আগ্রহীদের জন্য বান্দরবানের মত পাহাড়ী অঞ্চল স্থাপন করা হবে ডিজিটাল বিলবোর্ড এবং জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিসের মাধ্যমে সকল রকম তথ্য সরবরাহের মাধ্যমে সকল জনসাধারণকে বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য সকল সচেতন মূলক পরামর্শ প্রদান করার জন্য বলেন। তিনি আরো বলেন, আমার দেশের মানুষ তো দিনরাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে অর্থ পাঠায় বিদায় বাংলাদেশে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়। তাই প্রত্যেক বাংলাদেশিকে বিদেশ যাওয়ার জন্য সকল সঠিক পরামর্শ প্রদান করার জন্য জনশক্তি ব্যুরো অফিস ও কর্মসংস্থান অফিসকে জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানান।