বৈদিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারানাথ চক্রবর্তী

22

বাংলাদেশ বৈদিক পরিষদ আয়োজিত ‘বৈদিক তথ্য কণিকা’র প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী সুপন সিকদার, মিশন দত্ত সপু, তন্বী দাশ, পূর্ণা চৌধুরী, আদৃতা দাশগুপ্ত, দিপ্তী মল্লিক, ইন্দ্রজিৎ মল্লিক, ইমন শীল, পূজা চৌধুরী, শ্যামল দাশ, পূর্ণা মল্লিক, দৃপ্তি মল্লিক। নৃত্য পরিবেশন করেন অমৃতা মল্লিক, অনুপমা দে ঐশী, নকশী দাশ, প্রযুক্তা চৌধুরী, তনুশ্রী দত্ত, রিংকু ধর, রুপংশু সেনগুপ্ত। আবৃত্তি পরিবেশন করেন তন্বী দাশ, বিনয় শীল, শ্যামল দেবদাস।
এর আগে বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চবি’র রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য। মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যক্ষ জনার্দন বণিক। স্বাগত বক্তব্য রাখেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ উত্তর জেলার সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডা. বাবুল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অজয় বণিক, দক্ষিণ জেলার কার্যকরি সভাপতি ব্যাংকার নারায়ণ কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর পেশাজীবী লীগের সভাপতি ডা. দেবাশীষ মজুমদার, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক দোলন দাশ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উত্তর জেলার সাধারণ সম্পাদক জিকু দত্ত, শারদাঞ্জলী ফোরামের সভাপতি মাস্টার অজিত কুমার শীল। রিনিক পাল ও রনধীর দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠক রাজীব দে শম্ভু, প্রকাশনা উৎসব উপ-কমিটির আহবায়ক ডা. নারায়ন চন্দ্র মজুমদার, সদস্য সচিব অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য, সমন্বয়কারী মাভৈঃ তারানাথ চক্রবর্তী, বৈদিক পরিষদ চকবাজার থানা শাখার সভাপতি পÐিত বিশ্বজিৎ চক্রবর্তী (বিশু), কোতোয়ালী থানা শাখার সভাপতি দুর্জয় বিশ্বাস, বন্দর থানা শাখার এস.কে দত্ত, আনোয়ারা উপজেলা শাখার সভাপতি প্রভাষ পাল, রাজশ্রী মজুমদার, রুমকী সেনগুপ্ত প্রমুখ।