বেয়ারস্টো-মঈনকে বাইরে রেখে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

34

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টা এবং অলরাউন্ডার মঈন আলীর। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে অনুজ্জ্বল পারফর্ম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন বেয়ারস্টো। মাঝখানে ইংলিশরা নিউজিল্যান্ড সফরে গেলেও স্কোয়াডে ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একই কারণে জায়গা হয়নি মঈন আলীর। এই অভিজ্ঞ অলরাউন্ডারও অ্যাশেজে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় বাদ পড়েছেন। তিন টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি হবে হবে ০৮ জুলাই, সাউদ্যাম্পটনের রোজ বোলে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর এই টেস্ট দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
ইংল্যান্ড স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ দল : জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।