বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড পেলেন ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

53

নগরে দ্বিতীয়বারের মতো এক্সপ্রেসমল প্রেজেন্টস ‘বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করেছেন চট্টগ্রামের ১৮ জন ব্যক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এদের মধ্যে দুইজন সফল ব্যক্তিত্বকে প্রদান করা হয় লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সফল উদ্যোক্তা অ্যাওয়ার্ড। গত রবিবার চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে এক্সক্লুসিভ সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড পেলেন যারা : সফল বাণিজ্যিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যবসায়ী এস এম আবু তৈয়ব। তরুণ সফল উদ্যোক্তা হিসেব বেস্ট এন্টারপেনার অ্যাওয়ার্ড গ্রহণ করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ।
বেস্ট সোশ্যাল অর্গানাইজেশন (ব্লাড), সিটিজি ব্লাড ব্যাংক, বেস্ট সোশ্যাল অর্গানাইজেশন এক টাকার শিক্ষা, বেস্ট ক্যাফে সেইন্টস ক্যাফে, বেস্ট রেস্টুরেন্ট দাওয়া, বেস্ট ব্রডবেন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ক্লাউডওয়ান, বেস্ট ইয়াং ফ্যাশন ডিজাইনার মশিউর রহমান নিহাল, বেস্ট কনটেন্ট ক্রিয়েটর দিহান চৌধুরী, বেস্ট ডিজে সিটিসি বান্টি, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম (ওয়েডিং) ক্রিয়েটিভ হাউস, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম (কর্পোরেট) পিটুপি কমিউনিকেশন, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি ফার্ম আর্টল্যান্ড, বেস্ট ফেসবুক পেইজ চিটায়ঙ্গে বুলেট, বেস্ট লেডিস বিউটি পার্লার আর্ট এন্ড বিউটি সেলুন বাই আলিফা নুর, বেস্ট মেহেদি আর্টিস্ট মেহেদি আর্ট বাই জিনিয়া, বেস্ট হোমমেড কেক বেকার সুমাইয়া ড্রিম বেক, বেস্ট গার্লস গ্রæপ ওমেন্স পাওয়ার (নারী শক্তি)। এছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয় মিস্টার বাংলাদেশ খেতাব প্রাপ্ত চট্টগ্রামের সন্তান মেহেদি হাসান ফাহিমকে। মাসব্যাপী ফেসবুক ভোটিং এবং জুরি প্যানেলের বিচার প্রক্রিয়ার মাধ্যমে উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হ্যালো চিটাগাং-এর প্রতিষ্ঠাতা রিয়াদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া নগরীর ভিন্নধর্মী আয়োজন সম্পন্ন হয় নানা বর্ণিল আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে ডান্স পারফর্ম করে রিয়াংকা দাশ, রবিউল এবং তার দল। হিপহপ ডান্স পরিবেশন করে ওটু ডান্স গ্রুপ। আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর ছিলো হ্যালো লন্ড্রি, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলো ইমপেরিয়াল হসপিটাল লিমিটেড, আলোসজ্জা, মামসা, নিউ রেডিও ভয়েস। ইভেন্ট পার্টনার ছিলো জায়ান্ট কনসেপ্ট। অর্গানাইজড বাই হ্যালো চিটাগাং। আয়োজনে চট্টগ্রাম মহানগরীর কর্পোরেট, বাণিজ্যিক ও মিডিয়া অঙ্গনের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি