বেটিসের কাছে ক্ষমা চাইল বার্সা

16

লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসিহীন ম্যাচে রগ্রিগেজ নৈপুণ্যে বড় জয় পেয়েছে তারা। ম্যাচ জয়ের পর প্রতিপক্ষের প্রতি এক বিদ্রæপাত্মক টুইটের পর ক্ষমা চেয়ে বার্সেলোনা।
রবিবার ন্যু ক্যাম্পে ৫-২ গোলে ম্যাচ জেতার পর লা লিগা চ্যাম্পিয়নরা এক টুইট বার্তায় জুনিয়র ফিরপোর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে ‘জুনিয়র জানে’। চলতি মাসে বেটিস থেকে স্পেনের অনুর্ধ্ব-২১ দলের ডিফেন্ডার ফিরপোকে দলে টানে বার্সেলোনা।
তবে এরপরই আরেক টুইটে আগের টুইটের জন্য ক্ষমা চেয়ে বার্সা লেখে, ‘যে কোনো অপরাধের জন্য রিয়াল বেতিসের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছে বার্সেলোনা। কোনো ধরনের অসম্মান জানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু জুনিয়রের জন্য বিশেষ একটা রাতে এটা প্রকাশ করে আমরা ভুল করেছি।’ ম্যাচের ৮১তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়ার বদলি হিসেবে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে মাঠে নামেন ফিরপো। গত মৌসুমে বেটিসের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ তারকা এছাড়া স্পেনের অনূর্ধ্ব-২১ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।