বেকারি সিলগালা হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

17

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আর রহমান বেকারি। বেকারির ভেতরের ভয়াবহ অবস্থা দেখে প্রতিষ্ঠানই সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। গত ২০ অক্টোবর উক্ত ইউনিয়নে নূর আলী মিয়ার হাট এলাকায় এ বেকারিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। অভিযান নিয়ে ইউএনও রুহুল আমিন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে বেকার পণ্য তৈরি করছিল আর রহমান বেকারি। বেকারির ভেতরে এতো নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরিকৃত খাদ্য পণ্য প্যাকেটজাত করে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তাই বেকারটি সিলগালা করে দেওয়া হয়েছে।