বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির বিবৃতি

16

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি, মোহাম্মাদ জসিম উদ্দীন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, ডা. শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর যৌথ বিবৃতিতে বলেন, নগরীর একমাত্র ভিআইপি সড়ক শেখ মুজিব রোডের বর্তমান চিত্র দুঃখজনক।
সরকার গৃহিত মেগা প্রজেক্ট নির্মাণাধীন লালখান বাজার এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ের উভয় পাশের সড়কের বেহাল দশায় নাগরিক জীবনে ভোগান্তি বেড়েই চলছে, বিশেষ করে চৌমুহনী হতে কাষ্টমস ও সল্টগোলা করোসিন হতে স্টিলমিল কাটগড় হয়ে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার ছোট-বড় গর্তের কারণে এবং রাস্তার সম্প্রসারণে অপরিকল্পিতভাবে পার্শস্থ সড়কে ড্রেনের কাজ করতে গিয়ে যানবাহন চলাচলে নিত্য ভোগান্তিতে পড়ছে জনসাধারণ।
এমতাবস্থায় নানা রোগে আক্রান্ত রোগী, সন্তানসম্ভবা মহিলাদের কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।
তার উপর উক্ত সড়কটি ভিআইপি সড়ক এবং বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সাথে সংযুক্ত একমাত্র সড়ক হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে থাকতে হয়।
এহেন ভোগান্তি নিরসনে সড়কের উভয় পাশের সড়ক সংস্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি