বৃহত্তর চট্টগ্রামের ১৫৪ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো

273

সরকার চলতি অর্থবছরে (২০১৯-২০২০) ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকা প্রকাশ করেন। এরমধ্যে বৃহত্তর চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৬৩টি, কলেজ ৫টি, নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ৪৫টি, দাখিল মাদ্রাসার ১৪টি, ৩টি ডিগ্রি কলেজ, এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান ১০টি, এইচএসসি বিএম শিক্ষা প্রতিষ্ঠান ১টি এবং কামিল স্তরে শিক্ষা প্রতিষ্ঠান ১টি। অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামে মোট ১৫৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।
তালিকা ঘোষণা সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী মান বা যোগ্যতা ধরে রাখতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও থাকবে না। কেউ যদি মনে করেন এমপিওভুক্ত হয়ে গেছেন এখনতো বেতন পাবেনই, তাদের উদ্দেশে বলতে চাই, নীতিমালা অনুযায়ী মান বা যোগ্যতা ধরে রাখতে না পারলে প্রতিষ্ঠানগুলোর এমপিও স্থগিত করা হবে।
তালিকা পর্যালোচনা করে জানা গেছে, বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম জেলায় মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে ৪১টি, কক্সবাজার জেলায় ১২টি, খাগড়াছড়িতে ১১টি, রাঙামাটিতে ৮টি এবং বান্দরবানে ৩টি। একই সাথে দাখিল মাদ্রাসা চট্টগ্রাম জেলায় ৬টি, কক্সবাজারে ৫টি, খাগড়াছড়িতে ১টি, রাঙামাটিতে ১টি এবং বান্দরবানে ১টি। তাছাড়া কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানে ১টি করে মোট ৩টি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ৩টি এবং রাঙামাটিতে ২টি এমপিওভুক্ত হয়েছে। এমপিওভুক্ত কলেজের মধ্যে চট্টগ্রামে ৪টি এবং খাগড়াছড়িতে ১টি রয়েছে। অন্যদিকে এমপিওভুক্ত নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চট্টগ্রামে ২৪টি, কক্সবাজারে ১০টি, খাগড়াছড়িতে ৫টি, রাঙামাটিতে ৪টি এবং বান্দরবানে ২টি রয়েছে। এছাড়াও চট্টগ্রামে সাতকানিয়ায় এইচএসসি বিএম শিক্ষা প্রতিষ্ঠান ১টি এবং মিরসরাইতে কামিল স্তর শিক্ষা প্রতিষ্ঠান ১টি এমপিওভুক্ত হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো:
নিম্নমাধ্যমিক বিদ্যালয়: মিরসরাইতে ছৈয়দুল হক হাই স্কুল, ফটিকছড়িতে রসুলপুর জুনিয়র হাই স্কুল, নুর আহমদ ইঞ্জি. মেমোরিয়াল হাই স্কুল, সুয়াবিল হাই স্কুল, সুয়াবিল গার্লস হাই স্কুল, গোপালঘাটা হাই স্কুল, ছৈয়দ ছৈয়দা মেমোরিয়াল হাই স্কুল, পাহাড়তলীতে একাডেমি ল্যাবরেটরি, হাটহাজারীতে সাফা মোতালেব কলেজিয়েট হাই স্কুল, পশ্চিম মির্জাপুর জুনিয়র হাই স্কুল, রাউজানে সাউথ নোয়াপাড়া হাই স্কুল, রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ, পাঁচলাইশে মোহাম্মদনগর এইচ. কে. সি হাই স্কুল, বোয়ালখালীতে হাজী মোহাম্মদ জানে আলম হাই স্কুল, চাদগাঁওয়ে সাফা মোতালেব হাই স্কুল, বাকলিয়ায় পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন হাই স্কুল, ডবলমুরিংয়ে আলহাজ এম এ সালাম হাই স্কুল, খুলশীতে বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, ডবলমুরিংয়ে গণপূর্ত বিদ্যা নিকেতন, লোহাগাড়ায় পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া হাই স্কুল, হাজী শামসুল ইসলাম হাই স্কুল, হাজী মোশতাক আহমদ চৌধুরী হাই স্কুল, আখতারাবাদ কুমিরাঘোনা আদর্শ জুনিয়র স্কুল, বাঁশখালীতে কামাল উদ্দিন চৌধুরী গার্লস হাই স্কুল, চকরিয়ায় চকরিয়া গ্রামার হাই স্কুল, চকরিয়া পৌর আদর্শ শিশু নিকেতন, মহেশখালীতে মাতারবাড়ী আদর্শ পাবলিক হাই স্কুল, শুট্টা মহেশখালী মডেল জুনিয়র স্কুল, হুয়ানাক গার্লস হাই স্কুল, উত্তর নুলবিলা হাই স্কুল ও হুয়ানক জুনিয়র আদর্শ বিদ্যাপীঠ।
মাধ্যমিক বিদ্যালয় : মিরসরাইয়ে মসজিদিয়া বাজলুস সুবহান চৌধুরী হাই স্কুল, মাজহারুল হক চৌধুরী হাই স্কুল, ফটিকছড়িতে আজিমনগরে আহমদিয়া রহমানিয়া হাই স্কুল, পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ, বাবুনগর হাই স্কুল, সন্দ্বীপে আয়শা ওবায়েদ গার্লস হাই স্কুল, হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, সীতাকুন্ডে সাদেক মুসতান (র.) হাই স্কুল, হযরত খাজা কালু শাহ (র.) গার্লস জুনিয়র হাই স্কুল, এম. এ. কাশেম রাজা হাই স্কুল, পাহাড়তলীতে হাজী আবদুল আলী সিটি করপোরেশন হাই স্কুল, হাটহাজারীতে নাগেনধরা নাথ মহাজন জুনিয়র হাই স্কুল, জাফরাবাদ হাই স্কুল, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল, রাউজানে পাঁচখাইন বাগোয়ান সম্মিলনি হাই স্কুল, পাঁচলাইশে হাজী চাঁদ মিয়া সওদাগর হাই স্কুল, রাঙ্গুনিয়ায় পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী হাই স্কুল, আলহাজ আবুল বাশার চৌধুরী হাই স্কুল, চাঁন্দগাও মোহাম্মদ কামাল উদ্দিন হাই স্কুল, আলহাজ তাজুল ইসলাম হাই স্কুল, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, বাকলিয়ায় হাসনে হেনা গার্লস হাই স্কুল, দক্ষিণ পশ্চিম বাকলিয়া হাই স্কুল, জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন হাই স্কুল, পাঁচলাইশে হোসেন আহমদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ, পাহাড়তলীতে হালিশহর হাউজিং এস্টেট হাই স্কুল, হালিশহরে হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল, খুলশীতে শহীদ নগর সিটি করপোরেশন গার্লস হাই স্কুল, বন্দর এলাকায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, পতেঙ্গায় মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী হাই স্কুল, পটিয়ায় আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ, আনোয়ারাতে পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল, সাতকানিয়াতে জনার কেউচিয়া আদর্শ হাই স্কুল, চন্দনাইশ দিয়াকুল সানোয়ারা আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, লোহাগাড়ায় রাশিদের ঘোনা হাই স্কুল, সাতকানিয়াতে গাটিয়া দেঙ্গা আলহাজ শাফিয়া মমতাজুল হক হাই স্কুল, লোহাগাড়ায় এস.আই চৌধুরী গার্লস হাই স্কুল, মোস্তাফা বেগম গার্লস হাই স্কুল এন্ড কলেজ, উত্তর পাদুয়া হাই স্কুল, বাঁশখালীতে রায়ছাটা প্রেমাশিয়া আইডিয়াল হাই স্কুল ও খানখানাবাদ আইডিয়াল হাই স্কুল।
কলেজ : চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকায় পাঁচলাইশ এস. এম নাছির উদ্দীন সিটি করপোরেশন মহিলা কলেজ, ডবলমুরিংয়ে দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, কোতোয়ালীতে কায়ছার-নিলুফার সিটি করপোরেশন কলেজ, সাতকানিয়ায় চিব্বাড়ি এম এ মোতালেব কলেজ ও বাঁশখালীতে মাস্টার নজির আহমদ কলেজ।