বৃষ্টিতে ভেসে গেল সিরিজের শেষ টি-২০

22

বৃষ্টির কবলে পড়ে টস হতে পারল না নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পেরিয়েও। আবহাওয়া অবস্থার উন্নতি নেই। পরিস্থিতি দেখে লাহোরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন আম্পায়াররা। টানা দুই হারে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই। শেষ ম্যাচে মাহমুদউল্লাহর দলের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশ ঠেকানোর। বৃষ্টি তাতে বাগড়া দিল। স্বাগতিকরা সিরিজ জিতে নিল ২-০তে। গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৫ উইকেটে হেরে শুরু করেছিল টাইগাররা। চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচে নেমে হেরে বসে ৯ উইকেটে। দুই ম্যাচেই ধীর ব্যাটিং আর পর্যাপ্ত রান জমাতে না পারার মাশুল গুনেছে বাংলাদেশ। সোমবার রাতেই পাকিস্তান ছাড়ার কথা বাংলাদেশ দল। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দিবাগত রাত আড়াইটায় ঢাকায় পৌঁছাবেন মাহমুদউল্লাহ-তামিমরা। বিসিবির মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে টাইগারদের ফেরার খবর। নিরাপত্তা ইস্যুতে আলোচিত পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ হল। পূর্ণাঙ্গ সিরিজে ফেব্রূয়ারিতে দেশটিতে গিয়ে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এপ্রিলে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে আবারও পাকিস্তান যাবে টিম টাইগার্স।
গত বুধবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে পৌঁছেছিল টাইগারদের বহন করে নিয়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। সিরিজ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছিল সফরকারী দলকে।