বৃদ্ধার দাপটে ফুটপাত ছাড়ল বাইকাররা

13

মূল সড়কে যানজট দেখলে শর্টকাটে গন্তব্যে পৌঁছাতে পথচারী হাঁটার ফুটপাতে মোটরসাইকেল নিয়ে উঠে পড়েন বাইকাররা। সড়কে প্রায় প্রতিদিনই এ চিত্র দেখা যায়। বিষয়টি এমন অবস্থায় পৌঁছেছে যে, ‘অভ্যস্ত’ হয়ে কেউ এখন আর এর প্রতিবাদ করতে চান না। তবে ব্যতিক্রম দেখা গেলো পুনের এক বৃদ্ধাকে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির ফুটপাতে বাইকারদের স¤প্রতি মোটারসাইকেল নিয়ে উঠে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাতে অনেকে বিরক্ত হলেও তা থেকে নিস্তার না মেলায় সমাধানের পথ খুঁজতে হাত বাড়িয়ে দিলেন ওই বৃদ্ধা।
গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় এক সাংবাদিক ওই বৃদ্ধার নেওয়া পদক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করলে তা ব্যাপক প্রশংসা কুড়াতে থাকে। ভিডিওতে দেখা যায়, সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠে পড়েন এক বাইকার। এ সময় পাশে থাকা ওই বৃদ্ধা মোটরসাইকেল চালককে আটকে দিয়ে রাস্তা আগলে রেখে তাকে মূল সড়কে নামতে বাধ্য করান। ওই বৃদ্ধার এমন উদ্যোগ দেখে কিছুক্ষণ পর তার সঙ্গে আরো দুইজন পথচারী যোগ দেন। তারা তিনজন পুরো ফুটপাত বন্ধ করে দিলে প্রথম মোটরসাইকেল চালকের পেছনে আসা অন্য চালকরা বাধ্য হয়ে মূল সড়কে নেমে পড়েন।
এদিকে সামাজিক মাধ্যমে শেয়ার দেওয়ার পর এরইমধ্যে ভিডিওটি প্রায় আড়াই লাখ ভিউ হয়েছে। কমেন্টসও পড়েছে কয়েকশ। পুনে পুলিশও এতে মন্তব্য জানিয়েছে। মন্তব্যে অনেকে ওই বৃদ্ধার সাহসিকতার প্রশংসা জানিয়েছেন। কেউ কেউ ফুটপাতে মোটরসাইকেল চালকদের ‘লজ্জা’ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। অনলাইন বার্তা সংস্থা