বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

54

বুরকিনা ফাসোর উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন বেসামরিক নিহত হয়েছে। শনিবার রাতে রাজধানী ওয়াগাদৌগৌর উত্তরে সেনো প্রদেশে হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি। মোটরবাইকে করে আসা ব্যাপক অস্ত্রে সজ্জিত অজ্ঞাত ব্যক্তিরা লামডামোল গ্রামে হামলা চালায়। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটির সৌম প্রদেশের একটি বাজারে জঙ্গি হামলায় ৩৯ বেসামরিক নিহত হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে সাহেল অঞ্চলে জঙ্গি সহিংসতা বেড়ে গেছে। গত বছর এই অঞ্চলে সশস্ত্র সংঘাতে চার হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। ২০১২ সালের পর থেকে আর কোনো বছর অঞ্চলটিতে এতো লোক নিহত হয়নি। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে অতিরিক্ত আরও ৬০০ সৈন্যা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। নতুন এসব সৈন্য যোগ দিলে সাহেল অঞ্চলে মোতায়েন ফরাসি সৈন্যের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে। ২০১২ সালে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের একটি জোট মালির উত্তরাঞ্চল দখল করে নিলে সাহেলে নিরাপত্তা সঙ্কট শুরু হয়।