বীর বাহাদুর উশৈসিংকে সর্বস্তরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

44

বান্দরবানে টানা ৬ষ্ঠ বারের মত আবারও বীর বাহাদুর উশৈসিং সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গত সোমবার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাহাড়ী-বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ে নেতৃবৃন্দ। এছাড়াও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ ও নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ কর্মকর্তা ও কর্মচারীরাও ফুলেল শুভেচ্ছা জানান।এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তিনি ৬ষ্ঠ বারের মত আমাকে আবারও বিজয়ী করায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ৫ বছরে শিক্ষা,স্বাস্থ্য,কৃষ্,িযোগাযোগ এবং কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসুচীসহ এলাকার উন্নয়নে সবার পরামর্শ নিয়ে কাজ করবো। তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে যেইখানে বিদুৎ যাবেনা সেইখানে আরোও ৩০ হাজার পরিবারের মাঝে সোলার বিতরনের পরিকল্পনা রয়েছে,আশা করি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।তবে আমার স্বপ্ন বান্দরবানে একটি মেডিকেল কলেজ করার। আমি সরকারের উচ্চ মহলের সাথে যোগাযোগ করে মেডিকেল কলেজ বাস্তবায়নের চেষ্টা করবো।এছাড়াও আমার পরিবারের মত কিভাবে বান্দরবানকে সাজানো যায় সবার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ১ লক্ষ ৪৭ হাজার ২ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮৭১৯ ভোট।