বিড়ি ভোক্তা পক্ষের মানববন্ধন

43

বিড়ি শিল্পের উপর সকল প্রকার কর প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবিতে গত গত রবিবার চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামউদ্দিন নদভীর বাস ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম বিড়ি ভোক্তা পক্ষ। প্রফেসর ড. আবু রেজা নেজামউদ্দিন নদভী এমপির পক্ষে থেকে স্বারকলিপি গ্রহণ করেন তারই ব্যক্তিগত কর্মকতা। স্বারকলিপি শেষে সাতকানিয়া, মক্কারবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল আলীম সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এসএম মোস্তাকিম জনি, সাংগঠনিক সম্পাদক মো. জালালউদ্দিন, প্রচার সম্পাদক মো. মিনহাদুল ইসলামও ভোক্তা সদস্যগন। বক্তারা বলেন, বিড়িশিল্পের সাথে গরীব ও সাধারণ মানুষ জড়িত। গ্রামবাংলার কৃষকশ্রমিক ও মেহনতি মানুষ ধুমপান হিসেবে বিড়িকে প্রধান্য দিয়ে থাকে। তাই বিড়িশিল্পের উপর থেকে সকল কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। নতুবা বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন।