বিসিসিআই সভাপতি হিসেবে প্রথম যে কাজটা করতে চান সৌরভ

26

আনুষ্ঠানিকভাবে এখনও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হাতে পাননি। তবে, বিসিসিআইর আগামী প্রেসিডেন্ট যে তিনি নির্বাচিত হয়ে গেছেন, এটা নিশ্চিত। ২৩ অক্টোবর নির্বাচনের দিন। ওইদিনই হয়তো আনুষ্ঠানিকভাবে বিসিবিআইয়ের নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে সৌরভ গাঙ্গুলিকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। তবে তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে নিজের দায়িত্বের কথা চিন্তা করতে শুরু করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার মনোনয়নপত্র জমা দিয়েই তিনি মিডিয়ার সামনে কথা বললেন। জানালেন নিজস্ব কিছু পরিকল্পনার কথা। আগামীদিনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিভাবে চালাতে চান, সে কথাও জানিয়ে দিলেন তিনি। মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে সৌরভের কাছে প্রথম কোন কাজটা অগ্রাধিকার পাবে- সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সংগতির দিকে নজর দেওয়াই হবে তার প্রথম কাজ। তিনি নিজে ছিলেন ক্রিকেটার, সে কারণে ক্রিকেটারদের স্বার্থটাই হয়তো দেখবেন তিনি সবচেয়ে বেশি।