বিশ্বের প্রথম নারী ম্যাচ রেফারি ভারতের লক্ষী

61

ভারতের সাবেক নারী ক্রিকেটার জিএস লক্ষীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক? বিশ্বের প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে ভারতের সাবেক নারী ক্রিকেটার জিএস লক্ষী পরিচালনা করবেন পুরুদের ওয়ানডে ক্রিকেট ম্যাচ।
আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড কাপ লিগ-২’র তৃতীয় সিরিজ? টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইসিসি নিযুক্ত অফিসিয়াল হিসাবে উপস্থিত থাকবেন জিএস লক্ষী? উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৮ ডিসেম্বর হতে যাওয়া এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন জিএস লক্ষী।
গত মে মাসে আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে যোগ দেন ৫১ বছর বয়সী লক্ষী? ইতোমধ্যেই তিনি মেয়েদের ৩টি ওয়ানডে ও ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ছেলেদের ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালন করেছেন?