বিশ্বাস-বিপর্যয়

18

বাইরে জড়িয়ে ছিলে তুমি আর সেকী
ভেতরে অঘোরে বৃষ্টি শরীরের
স্ববিরোধী পরিবেশে দু’ধারার মাঝি
দাঁড় বায়। আমার ভেতর হুহু
আদিম আগুন বুঝি মনুষ্য ভ্রণের
প্রস্রবনে বাধা দিতে চায়। তাই এই ক্ষণে
রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে
মহান আল্লার নামে
মানুষের ওপর বিশ্বাস হারাতে বসেছি।