বিশ্বশান্তি ফিরিয়ে আনতে সূফিবাদ চর্চা বেগবান করতে হবে

68

আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে ঢাকার খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় মাইজভান্ডার দরবার শরীফ থেকে খেলাফতপ্রাপ্ত খলিফাদের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তাসাউফ ও সূফিবাদই ইসলামের মূল নির্যাস। আত্মশুদ্ধি, নৈতিকতার উন্নয়ন খোদাভীতির চেতনা জাগ্রত করাই হচ্ছে সূফিবাদি দর্শনের মূল কথা। মানুষে মানুষে ঐক্য গড়ে তোলা ভ্রাতৃত্ব ও সম্প্রীতিপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণাই হচ্ছে সূফিবাদ। বিশ্বশান্তি ফিরিয়ে আনতে সূফিবাদ চর্চা বেগবান করতে হবে। তিনি বলেন, মাইজভান্ডারী দর্শন ও ত্বরীকা সূফিবাদি মানববাদি দর্শনের ওপর প্রতিষ্ঠিত। দ্বন্দ্ব, হানাহানি রেষারেষি ভুলে সব মানুষকে এক কাতারে নিয়ে এসে মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় মাইজভান্ডারী সূফিবাদই বড় নিয়ামক শক্তি হতে পারে।
খলিফা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদায়ে গাউছুল আ’যম সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহ্জাদায়ে গাউছুল আ’যম সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন, খলিফা হযরত মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, ওয়ার্ড কমিশনার খলিফা ফরিদ উদ্দীন, খলিফা মোহাম্মদ শাহ্জাদ, খলিফা মোহাম্মদ সাইফুল ইসলাম, খলিফা মোহাম্মদ মেন্দু মিয়া, খলিফা সাংবাদিক কামরুজ্জামান হারুন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আসলাম হোসাইন, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র খলিফা আলমগীর খাঁন, পীরজাদা খলিফা শেখ সাদি মোহাম্মদ আব্দুল্লাহ সাদকপুরী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। বিজ্ঞপ্তি