বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৭৬ হাজার

41

নভেল করোনাভাইরাসে দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বাংলাদেশেও গতকাল মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ১৭ জন, মোট আক্রান্ত ১৬৩ জন। গতকাল মঙ্গলবার এ তথ্য দেয় জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭৬ হাজার। ২০৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৫৫১ জনের। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৯০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৪ হাজার ১০১ জন।
সবচেয়ে বাজে অবস্থা যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪ জন, মারা গেছেন ১৩ হাজার ৮৭১ জন, সুস্থ হয়েছেন মাত্র ১৯ হাজার ৬৭১ জন।
করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে ইতালিতে। তবে আশার আলো দেখছে দেশটি। কারণ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে, যা গত দু’সপ্তাহে সংখ্যায় সবচেয়ে কম। ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ৮৩৭ জন।
টানা চতুর্থ দিনের মতো মৃত্যু কমেছে স্পেনেও। গত সোমবার স্পেনে ৬৩৭ জনের মৃত্যু হয়, যা ২৪ মার্চ থেকে প্রায় দু’সপ্তাহে সবচেয়ে কম। স্পেনের জনগণ তিন সপ্তাহের বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে। দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে এপ্রিলের শেষ পর্যন্ত। মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৪১, আক্রান্ত ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৪৩৭ জন।
ইতালি-স্পেন ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশ করোনাভাইরাসের প্রভাবে কাতর হয়ে পড়েছে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স, ইউকে অন্যতম। আরব বিশ্বের নিজের ছাপ ছেড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আর যে দেশ থেকে করোনা ছড়িয়েছে, সেই চীন বর্তমানে নিরাপদ অবস্থানে আছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে এখন ৮১ হাজার ৭৪০, মৃত্যুর পরিমাণ বাড়েনি (৩ হাজার ৩৩১), সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ১৬৭ জন।