বিশ্বকাপ শেষ হওয়ার আগেই অবসরে আফগান পেসার

24

এবারের বিশ্বকাপে আফগানিস্তান যেন বিধ্বস্ত একটি দলের নাম। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের সবচেয়ে বেশি সাত হারের রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ডও গড়েছে তারা। এক বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ম্যাচ হারা দল তারা।
আফগানিস্তানের ৩২ বছর বয়সী পেসার হামিদ হাসান পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। যে কারণে আর বল করতে পারেননি। বিশ্বকাপ শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন হামিদ। ইনজুরির কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না আফগান এই পেসার।