বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু শুক্রবার

26

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ সামনে রেখে কদিন আগে ২৫ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন আফগানিস্তান ম্যাচের আগে তাজিকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা। ‘আগামী ২৩ অগাস্ট ক্যাম্প শুরু হবে। এএফসি কাপের কারণে আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা ক্যাম্পে পরে যোগ দিবে। কোচরা চলে এসেছেন। মিটিংয়ে তারাও ছিলেন। শুরুর দিকে ক্যাম্পে না থাকা আবাহনীর খেলোয়াড়দের এএফসি কাপের পারফরম্যান্স তারা পর্যবেক্ষণ করবেন।’ ‘আমরা পরিকল্পনা করেছি, দল ১ সেপ্টেম্বর তাজিকিস্তানে রওনা দেবে। সেখানে ৩ ও ৫ সেপ্টেম্বর স্থানীয় লিগের যে কোনো দুটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি। ‘ওখানে টার্ফে খেলা হবে। একারণে আমরা একটু আগে যাচ্ছি। যাতে করে ছেলেরা টার্ফ, আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। ‘এ বছর আমাদের বাছাইয়ের চারটা ম্যাচ আছে। তবে আমরা প্রথম ম্যাচ নিয়ে এ মুহূর্তে ভাবছি। দল ভালো অবস্থানে আছে। আল্লাহ সহায় থাকলে আমরা ভালো কিছু পেতে পারি।’ আগামী বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে উত্তর কোরিয়ার দল এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। এ ম্যাচের পর আফগানিস্তান ম্যাচের দল চূড়ান্ত করা হবে বলেও জানান নাবিল। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে পড়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার।