বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় আসিফের গান

106

১৫ বছর পর ক্রিকেট নিয়ে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে একটি গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের সেই গানটি তখন দেশজুড়ে অলোড়ন তোলে। ১৫ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রায় নতুন গান নিয়ে এলেন আসিফ। ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে এবার আসিফের সাথে আছেন কণ্ঠশিল্পী পুজা এবং ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।
গানটি প্রসঙ্গে আসিফ বলেন, “প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কোন গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটিয় উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সংগীতায়োজনে আছে। গানটা প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।” আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পুজা ও ঐশ্বর্য্য। তাদের মতে- আসিফের সঙ্গে গানে গানে বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ব্যাপার। গানটি এখন সবার কাছে ভালো লাগলেই তাদের সকলের স্বার্থকতা বলে মনে করেন তারা। জানা যায়, চিয়ারআপের সৌজন্যে আগামী ২৫ মে গানটি প্রকাশিত হবে। যা চিয়ারআপের অফিসিয়াল ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।