বিশ্বকাপে এখনও ‘পরিপূর্ণ খেলেনি’ অস্ট্রেলিয়া

28

শিরোপা প্রত্যাশী দলগুলোকে হুমকি দিয়ে রাখলেন অস্টেলিয়ান পেসার প্যাট কামিন্স। সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা তার দল নাকি এখন পর্যন্ত পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি! ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। নিজেদের পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে আরেকটি দাপুটে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। শনিবার গ্রæপ পর্বের শেষ ম্যাচে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিটি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা উন্নতি করছে বলে সাংবাদিকদের জানান কামিন্স। ‘যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি, পরিপূর্ণ পারফরম্যান্স না করেই জিততে পেরেছি। প্রতিটি ম্যাচে, আমরা আগের চেয়ে ভালো করছি।’ ‘আমি মনে করি, সবকিছুই ঠিকঠাক হয়েছে। ব্যাটিং, বোলিং, আমাদের ম্যাচ পরিকল্পনা যেভাবে আমরা খেলতে চেয়েছি।’ আট ম্যাচে সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।