বিশ্বকাপের পর ওয়ানডে খেলবেন না আফগান হামিদ

24

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের বেশ ক’জন হেভিওয়েট তারকা। তার মধ্যে আছেন ক্রিস গেইল, ইমরান তাহির, ডেল স্টেইনের মতো ক্রিকেটাররা। এদিকে আয়ারল্যান্ড সফরের যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানিয়েছেন, এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ওয়ানডে থেকে অবসরে গেলেও আরো কিছু দিন টি-টোয়েন্টি মাতাবেন গেইল-তাহিররা। এবার সেই দলে যোগ দিয়েছেন আফগানিস্তানের এক ক্রিকেটার, নাম হামিদ হাসান। ৩১ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় জানাবেন তিনি।
তবে টি-টোয়েন্টি খেলবেন আরো কিছু দিন। বিশ্বকাপ স্কোয়াডে দলটির বড় চমক ছিল হামিদ হাসান। ২০১৬ সালের পর আফগানিস্তানের জার্সি গায়ে ওঠেনি যার। ২০১৭ সালের পর কোন প্রথম শ্রেণির ম্যাচ, টি-টোয়েন্টি বা লিস্ট ‘এ’ ম্যাচও খেলেননি তিনি।
আফগানিস্তানের হয়ে ৩২টি ওয়ানডে খেলেছেন হামিদ হাসান। তাতে ৪.৫৫ ইকোনোমিতে তার ঝুলিতে রয়েছে ৫৬ উইকেট।