বিশ্বকাপের জার্সি বিক্রি করবে বিসিবি

60

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বসেরা সেরা হওয়ার প্রতিযোগিতা শুরুর আগেই ক্রিকেটারদের জার্সি কেনার ধুম জাগে ভক্তদের মাঝে। সেই খোরাক মেটাতে এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের জার্সি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। লাল-সবুজ জার্সিকে সহজলভ্য করতে এক বছরের জন্য স্পোর্টস স্পোর্টজকে জার্সি বিক্রির স্বত্ব দিয়েছে বিসিবি। আগামী এক বছর সকল টুর্নামেন্টের জার্সি বিক্রয় করবে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সদস্য মেহতাব উদ্দিন আহমেদ বলেন,‘কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন হবে। এরপর বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের আউটলেটের মাধ্যমে ক্রিকেটভক্তরা জার্সি কেনার সুযোগ পাবেন।’ তবে জার্সির মূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’